শাওমি ফোনে ‘পপআপ’ক্যামেরা

মোবাইল ফোন রিভিউ June 19, 2018 1,259
শাওমি ফোনে ‘পপআপ’ক্যামেরা

এই প্রথম পপআপ ক্যামেরা সমৃদ্ধ নতুন একটি ফোন আনছে চীনের রাইজিং স্টার শাওমি। ফোনটির মডেল শাওমি মি মিক্স থ্রি এনভিশন।


ন্যারো ফরম্যাট ডিজাইনে তৈরি এই ফোনটির উপরের অংশে পপআপ আকারে ক্যামেরা থাকছে। ফোনের ভেতরে থেকেই এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। এটি একটি পেরিস্কোপ ক্যামেরা।


ফোনটিতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এর স্ক্রিন টু বডি রেশিও ৯৮%। ডিসপ্লের আকার ৬.৬ ইঞ্চির। এতে কিউএইচডি রেজুলেশন পাওয়া যাবে। পিক্সেল ২৫৬০x১৪৪০।


৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোনটি অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত। ফোনটি পরিচালনার জন্য আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসসর। ফোনটি ৪ ও ৬ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এতে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ রম মিলবে।


ছবি তোলার জন্য শাওমির এই ফ্লাগশিপ ফোনটিতে আছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরাও ১৬ মেগাপিক্সেলের।