সাপের বিচ্ছিন্ন মাথাই দংশন করল!

সাধারন অন্যরকম খবর June 8, 2018 1,326
সাপের বিচ্ছিন্ন মাথাই দংশন করল!

সাপ যে কত ভয়ঙ্কর হতে পারে, তা অনেকেরই খেয়াল থাকে না। আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি মরতে বসেছিলেন। মাথা বিচ্ছিন্ন সাপটিই তাকে এমনভাবে দংশন করে যে সে ব্যক্তিকে পরে ২৬ ডোজের অ্যান্টিভেনম দিতে হয়। চিকিৎসায় শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়।


জেরেমি নামে সে ব্যক্তি তার বাগানে কাজ করছিলেন। এ সময় একটি বিষধর র‌্যাটলস্নেক দেখতে পান তিনি। এরপর সাপটিকে মেরে তিনি মাথা বিচ্ছিন্ন করে ফেলেন।


বিষধর সাপের মাথা অত্যন্ত বিপজ্জনক, যা হয়ত জানা ছিল না জেরেমির। এ কারণে তিনি সাপের মাথাটি নিয়ে যখন ফেলে দিতে উদ্যোগী হন তখনই তা তার হাতে কামড়ে দেয়। শুধু তাই নয়, এতে ভয়ঙ্কর বিষ তার শরীরে প্রবেশ করে।


স্বামীকে সাপ দংশনের বিষয়টি জেরেমির স্ত্রী জেনিফার দেখে ফেলেন। তিনি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় জেরেমিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব হয়।


বিশেষজ্ঞরা বলছেন, সাপের মাথা অত্যন্ত বিপজ্জনক। এমনকি এটি বিচ্ছিন্ন করার বা মেরে ফেলার কয়েক ঘণ্টা পরেও হাতে ধরা উচিত নয়। মৃত সাপের মাথাও কামড়ে দিতে পারে, যা থেকে মানুষের জীবনহানীও অসম্ভব নয়।