সাধারন জ্ঞানের আসর - ১৯৩তম পর্ব

সাধারণ জ্ঞান June 4, 2018 1,603
সাধারন জ্ঞানের আসর - ১৯৩তম পর্ব

১।সবচেয়ে বেশি লোক বাস করে কোন জেলায়?

→ ঢাকা।


২।'মাদার তেরেসা' কোথায় জন্মগ্রহণ করেন?

→আলবেনিয়া।


৩।সাগর কন্যা বলা হয় কোন জেলাকে?

→পটুয়াখালী।


৪।ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

→১৯২১ সালে।


৫।কোন আর্ন্তজাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?

→জাতিসংঘ।


৬।মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?

→১৬৩৬ সালে।


৭।কাকে ‘ম্যাপল পাতার দেশ’ বলা হয়?

→কানাডাকে।


৮।বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?

→নিউইয়র্ক।


৯।নীরব খনির দেশ কোনটি?

→বাংলাদেশ।


১০। ‘পঞ্চম ড্রাগনের’ দেশ বলা হয় কোন দেশকে?

→তাইওয়ান