বৃহস্পতিবার থেকে সৌদি আরবে রোজা শুরু

ইসলামিক সংবাদ May 16, 2018 2,331
বৃহস্পতিবার থেকে সৌদি আরবে রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার (১৭ মে) দেশটিতে রোজা শুরু হচ্ছে। খবর খালিজ টাইমস, গালফ নিউজ।


সৌদি আরবের চাঁদ দেখা কমিটি জানিয়েছে, মঙ্গলবার দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আজ বুধবার শাবান মাসের ৩০ তারিখ। ১ রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।


সাধারণত সৌদি আরবে চাঁদ দেখা দিলে তার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে বাংলাদেশে আগামী শুক্রবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।


হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।