রমজানে গরু ৪৫০, খাসি ৭২০

অর্থনীতি খবর May 15, 2018 2,285
রমজানে গরু ৪৫০, খাসি ৭২০

রমজান উপলক্ষে মাংসের দাম নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী দেশি গরুর মাংসের কেজি ৪৫০ টাকা, খাসি ৭২০ টাকা কেজি দরে বিক্রি করতে হবে।


সোমবার (১৪ মে) দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও মাংস ব্যবসায়ীদের এক যৌথ সভায় মূল্য নির্ধারণ করে।


গত বছর দুই প্রকারের গরু ও মহিষের মাংসের দাম ছিল যথাক্রমে ৪৭৫ টাকা, ৪৪০ টাকা ও ৪৪০ টাকা কেজি প্রতি।


সেক্ষেত্রে এবার কেজি প্রতি মাংসের দাম ২০ থেকে ২৫ টাকা কমেছে। এ ছাড়া সভায় খাসির মাংসের কেজি ৭২০ টাকা, ভেড়া ৬০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।


সংবাদ সম্মেলনে ডিএস‌সি‌সির পক্ষ থে‌কে মাংস ব্যবসায়ী‌দের কিছু নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। সেগু‌লো হ‌লো-রমজান মা‌সে জবাইখানায় সি‌টি ক‌রপো‌রেশ‌নের বি‌ধি অনুযায়ী স্বাস্থ্যসম্মত ও হালাল উপা‌য়ে পশু জবাই, বাসি-পচা মাংস বি‌ক্রি না করা, দোকা‌নে মাং‌সের ওজন প‌রিমা‌পের জন্য ডি‌জিটাল মে‌শিন ব্যবহার করা, নিজস্ব ব্যবস্থাপনায় সব বর্জ্য অপসারণসহ প‌রিষ্কার-প‌রিচ্ছন্ন পরিবেশ রাখা ও মাংসের মূল্য তা‌লিকা দৃশ্যমান স্থা‌নে প্রদর্শন করা।


এ বিষয়ে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘এই দর সর্বোচ্চ দাম হিসেবে বিবেচিত হবে। কোনো ব্যক্তি নির্ধারিত মূল্যের বেশি রাখলে ব্যবস্থা নেওয়া হবে।’


ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু, মহাসচিব রবিউল আলম।