বাংলাদেশে হুয়াওয়ের নতুন সুপারস্টার স্মার্টফোন নোভা থ্রিই

মোবাইল ফোন রিভিউ April 23, 2018 1,753
বাংলাদেশে হুয়াওয়ের নতুন সুপারস্টার স্মার্টফোন নোভা থ্রিই

দুর্দান্ত কর্মক্ষমতা ও মনকড়া নকশার নতুন সুপারস্টার স্মার্টফোন নোভা থ্রিই দেশের বাজারে আনলো হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)। তরুণ পেশাদারদের আধুনিক নকশার চাহিদা পূরণের লক্ষে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটি তৈরি করা হয়েছে।


ফোনটির ১৯:৯ স্ক্রিন-টু-বডি আনুপাতিক মাপের ৫.৮৪ ইঞ্চি। ফুলএইচডি স্ক্রিনে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে ২.০। ডিসপ্লেটির রেটিনা এইচডি (প্রতি ইঞ্চিতে ৪৩২ পিক্সেল) ও ১৫০০:১ আনুপাতিক মাপ ব্যবহারকারীকে দেবে উন্নত ও স্পন্দনশীল কালারের অভিজ্ঞতা।


১৬ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ব্যাক ক্যামেরা ও লাইট ফিউশন পোর্ট্রেট প্রযুক্তিসম্বলিত ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার নোভা থ্রিই তৈরি করা হয়েছে নতুন প্রজন্মের ফটোগ্রাফিপ্রেমীদের কথা বিবেচনা করে।


পরিবর্তনশীল আলো ও রং-এর পরিবেশে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারী নোভা থ্রিই দিয়ে প্রতিটি মূহুর্তের ছবি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবেন।


সমসাময়িক অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের তুলনায় হুয়াওয়ে নোভা থ্রিই-তে যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তির ক্যামেরা, দৃষ্টিনন্দন নকশা ও দুর্দান্ত কর্মক্ষমতা বিশিষ্ট হার্ডওয়্যার।


ইএমইউআই ৮.০-এর সমন্বয়ে সফটওয়্যার ও হার্ডওয়্যারের সঙ্গতি রাখা হয়েছে অত্যন্ত কার্যকরভাবে, যা হ্যান্ডসেটটির কার্যক্ষমতা বৃদ্ধি করেছে।


এছাড়া নিরাপদ ফাস্ট চার্জিং প্রযুক্তির ডিভাইসটি ৯ভি২এ হাই ভোল্টেজ সমর্থন করে, যা চার্জিং সময়কে ৩০ শতাংশ কমিয়ে দেয় এবং ১৫ স্তরের নিরাপত্তা নিশ্চিত করে।


ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম বা অভ্যন্তরীণ মেমোরি (২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে)।


ফলে ব্যবহারকারী গেম, মিউজিক ও ভিডিও সংরক্ষণ করতে পারবেন কোনো ধরনের স্টোরেজ সংক্রান্ত দুঃচিন্তা ছাড়া।

উল্লেখ্য, আগ্রহী ক্রেতারা আগামি ২৮ এপ্রিল, ২০১৮ পর্যন্ত কিকশা ডট কম (https://goo.gl/EVJS8o) থেকে নোভা থ্রিই-এর জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন।


অগ্রিম বুকিং দেয়া ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি কালার ব্যান্ড এওয়ান অথবা একটি ব্লুটুথ হেডফোন।


দেশের বাজারে নতুন ফোনটির দাম মাত্র ২৭,৯৯০ টাকা। ক্রয়ের ক্ষেত্রে গ্রামীণফোনের গ্রাহকরা বিনামূল্যে পাবেন ১৪ দিনের মেয়াদে ৪ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ।


চলতি মাসের শেষ নাগাদ হুয়াওয়ে নোভা থ্রিই পাওয়া যাবে দেশব্যাপী ৬৪টি জেলার সবগুলো হুয়াওয়ে ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেটগুলোতে।