কম দামি ফোনে শক্তিশালী ব্যাটারি

মোবাইল ফোন রিভিউ April 21, 2018 1,622
কম দামি ফোনে শক্তিশালী ব্যাটারি

নতুন একটি ফোন এনেছে জাপানের প্যানাসনিক। এন্ট্রি লেভেলের এই ফোনটির মডেল প্যানাসনিক ইলুগা আই সেভেন। ফোনটিতে ভয়েস রিকগনিশন ফিচার রয়েছে। ভারতে ফোনটি বিক্রি হচ্ছে ৬ হাজার ৪৯৯ রুপি।


ফোনটিতে আছে ৫.৪৫ ইঞ্চির বিগ ভিউ এইচডি প্লাস ডিসপ্লে। এতে ২.৫ ডি কার্ভড গ্লাস রয়েছে। পরিচালনার জন্য রয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর।


২ জিবি র‌্যামের এই ফোনটিতে ১৬ জিবি রম রয়েছে। রম মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।


ছবির জন্য প্যানাসনিকের নতুন ফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরায় এলইডি ফ্লাশগান আছে। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।


ব্যাকআপের জন্য এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। যা দীর্ঘক্ষণ ফোনটিকে সচল রাখবে।


ফোনটি অ্যানড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম চালিত। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত ইলুগা আই সেভেন ফোনটিতে ফোরজি কানেকটিভি রয়েছে।