পালক পুত্রকে বুকের দুধ খাওয়ানো কী পাপ?

ইসলামিক শিক্ষা April 20, 2018 2,585
পালক পুত্রকে বুকের দুধ খাওয়ানো কী পাপ?

প্রশ্ন: পালক পুত্রকে বুকের দুধ খাওয়ানো কী পাপ?


উত্তর: আসলে পালক পুত্র কিংবা কন্যা গ্রহণ করা ইসলামে বৈধ নয়। কারণ তার সাথে তো বংশের কোনও সম্পর্ক নেই। যেহেতু এই সন্তানের সাথে রক্তসম্পর্কও নেই আবার দুধসম্পর্কও নেই।


তাহলে তো সে পরপুরুষ কিংবা পরনারী। জাহেলি যুগে পুত্র কন্যা পালক নেওয়ার প্রচলন ছিল। এখন সেটা ইসলামে বৈধ নয়। তবে আপন ভাই যদি নিজের সন্তানকে অন্য ভাইয়ের কাছে পালক দেন সেটা ঠিক আছে। সেটাতে কোনো সমস্যা নেই।


সূত্রঃ আরটিভি অনলাইন