সাধারন জ্ঞানের আসর - ১৭০তম পর্ব

সাধারণ জ্ঞান April 10, 2018 2,240
সাধারন জ্ঞানের আসর - ১৭০তম পর্ব

১, বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্না আছে?

উ, হিমছড়ি

-

২, বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্না আছে?

উ, সীতাকুন্ড

-

৩, বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?

উ, bdnews 24 . com

-

৪, দেশের দ্বিতীয় মেরিন একাডেমী কোথায়?

উ, পাবনা

-

৫, বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?

উ, ৫৭ টি

-

৬, বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে status লাভ করে কখন?

উ, ১৯৯৭ সালে

-

৭, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটি কে?

উ, চট্টগ্রাম

-

৮, VAT দিবস কবে?

উ, ১০ জুলাই

-

৯, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি ?

উ, চলন বিল

-

১০, বাংলাদেশের সাথে ভারত ও মায়নমারের সংযোগ রয়েছে কোথায়?

উ, রাঙ্গামাটি

-

১১, পদ্মা নদীর অপর নাম কি?

উ, কীর্তিনাশা

-

১৩, বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?

উ, জীবন তরী

-

১৪, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি?

উ, তিতাস

-

১৫, KAFCO কোথায় অবস্থিত?

উ, চট্টগ্রাম

-

১৬, বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই?

উ, বান্দারবান

-

১৭, আদিনাথ মন্দির কোথায় অবস্থিত?

উ, মহেশখালী

-

১৮, বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত.মাইল?

উ, ৪৪৫ মাইল

-

১৯, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?

উ, ১৯৬৬

-

২০, দক্ষিণ তালপট্টি দ্বীপ কখন তলিয়ে যায়?

উ, ২০১০সালে।