ব্যাপক ভয়ে আছি : ইলিশ

মজার সবকিছু April 8, 2018 1,935
ব্যাপক ভয়ে আছি : ইলিশ

বৈশাখকে কেন্দ্র করে ইলিশের এখন ব্যাপক চাহিদা। ইলিশ তাই সময়ের সেরা তারকা। এ রকম অবস্থায় ইলিশের অজান্তেই তার সাক্ষাৎকার নিয়েছেন প্রতিবেদক।


*প্রশ্ন : কী খবর ইলিশ মশাই, আছেন কেমন?


ইলিশ : ব্যাপক ভয়ে আছি।


*প্রশ্ন : বলেন কী। হয়েছে কী বলুন তো?


ইলিশ : কী হয়নি, সেটা বলুন। মানুষ তো শান্তিতে থাকতে দিচ্ছে না।


*প্রশ্ন : মানুষ আবার কী করল? একটু বুঝিয়ে বলুন।


ইলিশ : সামনে বৈশাখ। মানুষ ইলিশের জন্য ঝাঁপিয়ে পড়েছে। মানুষের ভয়ে আমরা হয়রান।


*প্রশ্ন : এক বছরে বৈশাখ এসেছে, মানুষ তো পান্তা-ইলিশ খাবেই।


ইলিশ : রাখেন মশাই আপনার পান্তা-ইলিশ। কোথায় পেয়েছেন এসব?


*প্রশ্ন : এটা তো ঐতিহ্য।


ইলিশ : কিসের ঐতিহ্য? বৈশাখে ইলিশ খেতে হবে, এই সংস্কৃতি তো হুট করে এসেছে। ঐতিহ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।


*প্রশ্ন : আচ্ছা থাক এসব....


ইলিশ : কেন। থাকবে কেন? সারা বছর খবর নাই, এই একদিনে একেবারে বাঙালি সেজে সব উদ্ধার করে ফেলে মানুষ। এটা তো এক ধরনের ভণ্ডামি।


*প্রশ্ন : আপনি কিন্তু মানুষকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন ইলিশ মশাই।


ইলিশ : উল্টাপাল্টা বলছি না, যা সত্য তাই বলছি।


*প্রশ্ন : আপনার সঙ্গে সাক্ষাৎকার জমল না। যান, জলে গিয়ে মানুষের শিকার হওয়ার অপেক্ষা করুন।