বড় ডিসপ্লের নকিয়া ফোন বাজারে

মোবাইল ফোন রিভিউ April 8, 2018 1,489
বড় ডিসপ্লের নকিয়া ফোন বাজারে

বড় ডিসপ্লের একটি ফোন এনেছে নকিয়া। এটি নকিয়া সেভেন প্লাস। ডুয়েল সিমের এই ফোনটি সম্প্রতি আন্তর্জাতিক বাজারে ছেড়েছে এইচএমডি গ্লোবাল।


অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত নকিয়া সেভেন রয়েছে ৬ ইঞ্চির ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২১৬০ পিক্সেল।


আইপিএস এলসিডি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কনিং গরিলা গ্লাস প্রটেকশন।


দ্রুত গতিতে কাজ করার জন্য নকিয়া সেভেন প্লাসে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে।


ছবির তোলার জন্য আছে টু এক্স অপটিক্যাল জুম সমৃদ্ধ ডুয়েল ক্যামেরা সেটাপ। এতে কার্ল জেইসের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।


স্টোরেজের জন্য আছে ৬৪ জিবি মেমোরি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।