হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

ইন্টারনেট দুনিয়া April 8, 2018 2,391
হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

নতুন ফিচার আসছে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে। ফিচার চালু হলে এই মেসেঞ্জার ব্যবহার করা আরও সহজ হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


এখন হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং পাঠাতে গেলে একেবারে ডানদিকে নিচে ‘মাইক’ অপশনটি চেপে ধরে রাখতে হয়। ফলত তখন হোয়াটসঅ্যাপে আর অন্য কাজ করা যায় না। এবার হোয়াটসঅ্যাপে ‘লক’ বলে একটি নতুন ফিচার আসতে চলেছে। এমনই জানিয়েছে ‘ওয়্যাবেটাইনফো’ নামক প্রযুক্তি-সংক্রান্ত একটি ওয়েবসাইট।


এই ফিচারটি চলে এলে, মাইক অপশনে ক্লিক করলে ০.৫ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে ‘লক’ অপশনটি আসবে। ‘লক মাইক্রোফোন বাটন’-এ ক্লিক করলে আর মাইকে হাত দিয়ে চেপে রাখতে হবে না। ভয়েস রেকর্ড করতে করতেই তাঁর সঙ্গে চ্যাট করতে পারবেন ব্যবহারকারী।


তবে ভয়েস রেকর্ড করতে করতে অন্য কারও সঙ্গে চ্যাট করা, ছবি বা ভিডিও দেখা যাবে না বলেই জানা যাচ্ছে।