সনির ৬ জিবি র‌্যামের ফোন

মোবাইল ফোন রিভিউ April 7, 2018 1,370
সনির ৬ জিবি র‌্যামের ফোন

শক্তিশালী ব্যাটারির একটি ফোন আনছে জাপানের বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। ফোনটির মডেল সনি এক্সপেরিয়া আর সিক্স।


সনির ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৫৬০x১৪৪০ পিক্সেল। এতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকছে।


৬ জিবি র‌্যামের এই ফোনটিতে তিনটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এগুলো হলো ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


ছবি তোলার জন্য ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। এতে ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।


অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং চালিত সনির নতুন এই ফোনটির মূল্য ৬৯৯ ডলার।