

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস
১৭২১ খ্রিস্টাব্দের এই দিনে রাশিয়ার সম্রাট পিটার কাবির সুইডেন দখলের জন্যে দেশটির উপর হামলা শুরু করে ।
১৭৭০ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম।
১৭৭২ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি কল্পবাদী সমাজতন্ত্রী শার্ল ফুরিয়ের জন্ম
১৭৯৫ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রান্সে মিটারকে দৈর্ঘ্যের একক হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়
১৭৯৮ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কের তৃতীয় সেলিম রাজসিংহাসনে অধিষ্ঠিত
১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ সরকার ‘বিনা বিচারে আটক’ আইন কার্যকর করে।
১৮৮৯ খ্রিস্টাব্দের এই দিনে ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক গ্যাবরিয়েলা মিসট্রল চিলিতে জন্মগ্রহণ করেন ।
১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে ইতালী আলবেনীয়া দখলের জন্যে হামলা শুরু করে।
১৯৪৭ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন মোটরযান উৎপাক হেনরি ফোর্ডের মৃত্যু
১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩ খ্রিস্টাব্দের এই দিনে সুইডেনের কূটনীতিক ডাক হামারস্কজোল্ট জাতিসংঘ মহাসচিব নিযুক্ত হন।
১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মরক্কোর স্বাধীনতা লাভ।
১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে দশ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে জার্মানীর ইসলাম বিশেষজ্ঞ এন্নিমেরা শিমেল জন্মগ্রহণ করেন।
১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে বিক্ষুব্ধ সৈন্যরা রুয়ান্ডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সৈন্যকে হত্যা করে।







