

কলকাতা টাইমসের জরিপে সেরা কাঙ্ক্ষিত নারী ২০১৭ নির্বাচিত হয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিনি মৈত্র। আর এ তালিকায় অষ্টম ও বিশতম স্থানে রয়েছেন যথাক্রমে বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং জয়া আহসান।
প্রতি বছর অনলাইনে ভোটের মাধ্যমে সেরা কাঙ্ক্ষিত নায়ক-নায়িকা নির্বাচিত করে থাকেন দর্শকরা। আজ বৃহস্পতিবার ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তালিকা প্রকাশ করেছে। পাঠকদের জন্য এ তালিকাটি তুলে ধরা হলো-
১. রুক্মিনি মৈত্র ২. নুসরাত জাহান ৩. ত্রিধা চৌধুরী ৪. তনুশ্রী ৫. সোহিনী সরকার ৬. মিমি চক্রবর্তী ৭. রিতাভারি চক্রবর্তী ৮. নুসরাত ফারিয়া ৯. কৌশানী মুখার্জি ১০. শিবঙ্কিতা দীক্ষিত ১১. রাইমা সেন ১২. স্বস্তিকা মুখার্জি ১৩. পার্নো মিত্র ১৪. রিয়া সেন ১৫. শ্রাবন্তী ১৬. শুভশ্রী গাঙ্গুলি ১৭. দর্শনা বনিক ১৮. সৌরসেনী মৈত্র ১৯. কোয়েল মল্লিক ২০. জয়া আহসান।
তথ্যসূত্রঃ অনলাইন








পাঠকের মন্তব্য (0)
Please login To write comment