১০০ কোটির পথে 'বাঘি ২'

সিনেমা জগৎ April 3, 20181,390
১০০ কোটির পথে 'বাঘি ২'

ক্ষিপ্র গতিতে ছুটছে 'বাঘি ২'। টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত আর আহমেদ খান পরিচালিত ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। গতকাল কর্মব্যস্ত সোমবারেও ছবিটি ভারতজুড়ে আয় করেছে ১২.১০ কোটি রুপি।


গুড ফ্রাইডে'তে মুক্তি পাওয়া ছবিটি (৩০ মার্চ) প্রথম দিনেই ২৫.১০ কোটি রুপি ব্যবসা করে। এর পর যথাক্রমে শনিবার ২০.৪০ কোটি, রবিবারে (ভারতে সরকারি ছুটির দিন এবং ইস্টার সানডে) ২৭.৬০ কোটি এবং গতকাল ১২.১০- মোট ৮৫.২০ ব্যবসা করেছে ছবিটি, শুধু ভারতে।


ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বিষয়টি তাঁর ট্যুইটার পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। তিনি এ-ও আশা করেন, খুব শিগগগিরই ১০০ কোটি আয়ের মাইলফলক পেরোবে 'বাঘি ২'।


সূত্র : ডেকন ক্রনিকল, ডিএনএ