

মা ও বোনের সঙ্গে বিয়ের শপিং কিছুটা সেরে ফেলার পর এবার দীপিকা পাড়ুকোন হবু বর রণবীর সিংয়ের পরিবারের সঙ্গে শপিং শুরু করেছেন বলে একটি ওয়েব পোর্টালে খবর দেওয়া হয়েছে। পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, দীপিকাকে রণবীরের পরিবারের সঙ্গে বিভিন্ন দোকান ঘুরতে দেখা গেছে।
রণবীরের মা ও বোনের সঙ্গে দীপিকা বিয়ের বৌভাতের অনুষ্ঠানের শড়ি ও গহনা বাছাই করছেন ঘুরে ঘুরে। আসলে হবু শ্বশুর বাড়ির সদস্যদের সাহায্যই করছেন দীপিকা। এদিকে বিশাল ভরদ্বাজের একটি ছবিতে অভিনয় করার কথা এ অভিনেত্রীর।
কিন্তু অভিনেতা ইরফান খান অসুস্থ থাকায় সেই ছবির শুটিং বন্ধ রয়েছে। সেই সুযোগেই দীপিকা পুরোদমে বাজার করতে নেমে পড়েছেন। কয়েকদিন আগে দুই পরিবার একসঙ্গে বসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটি বিয়ের তারিখ বাছাই করেছেন। এর যে কোনো একটিতেই বিয়ে হবে দীপিকা ও রণবীর সিংয়ের। -অনলাইন







