কলকতার পরিচালকের ফিল্মে শাকিব কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন?

বিবিধ বিনোদন April 2, 20182,012
কলকতার পরিচালকের ফিল্মে শাকিব কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন?

কলকাতার পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করতে চলেছেন বাংলাদেশী অভিনেতা শাকিব খান। বাংলাদেশের এক প্রযোজনা সংস্থা ছবিটি প্রযোজনা করছে। আর এই ছবির জন্যই শাকিব ৬০ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন।


বিষয়টি নিয়ে যদিও মুখ খোলেননি শাকিব। আপাতত তিনি স্কটল্য়ান্ডে শ্যুটিং এর কাজে ব্যস্ত। তবে ছবির নাম ও প্রযোজক সংস্থার নাম এখনই বাইরে আসতে দিচ্ছেন না শাকিব। জানা গিয়েছে আগামী ১ এপ্রিল থেকে এই ছবির শ্যুটিং শুরু হয়েছে কলকাতায়। এজন্য কলতায় শাকিব ১৯ দিন থাকবেন বলেও খবর।


উল্লেখ্য, গত ২৮ মার্চ শাকিব খান তাঁর জন্মদিনে নয়া ইউটিউব প্ল্যাটফর্ম চালুর কথা ঘোষণা করেন। শাকিব জানিয়েছেন এবার থেকে তিনি বড় বাজেটের ছবি প্রযোজনার কথাও ভাছেন। যে ছবিতে তিনি নিজে অভিনয় করতে চলেছেন। ফলে, নতুন বাংলা বছরে যে শাকিবকে নয়া ভূমিকায় দেখে যাবে তা বলাই বাহুল্য। -ওয়ান ইন্ডিয়া