টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি গুনাহ হবে?

ইসলামিক শিক্ষা April 2, 2018 2,730
টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি গুনাহ হবে?

প্রশ্ন : টিকিট ছাড়া রেল ভ্রমণ করলে কি গুনাহ হয়? ট্রেনে চলাচলকালে অনেক সময় টিকেট না থাকলে ড্রাইভার কিংবা টিটিকে কিছু টাকা দিলে যাওয়ার ব্যবস্থা হয়। জানার বিষয় হলো, এটা কি জায়েজ?


উত্তর : ক) টিকেট নেওয়া ছাড়া ট্রেনে যাতায়াত করা বৈধ নয়। নিয়মতান্ত্রিক রশিদ বা টিকেট গ্রহণ না করে ড্রাইভার কিংবা টিটিকে টাকা দিলেও তা ভাড়া হিসেবে গণ্য হবে না।


বরং সেটা হবে ঘুষ। যা সম্পূর্ণ নাজায়েজ। সুতরাং এভাবে কখনো ট্রেনে ভ্রমণ করে থাকলে সমপরিমাণ মূল্যের সিট বিহীন টিকেট কেটে ছিড়ে ফেলবেন।


এতে আপনি উক্ত অপরাধ থেকে মুক্ত হতে পারবেন। (জামে তিরমিজি, হাদিস ১৩৩৭; ফাতহুল কাদির৬/৩৫৯; তাফসিরে মাজহারি ৩/১৪৫; ইমদাদুল ফাতাওয়া ৩/৪৪৫)


সূত্র : মাসিক আলকাউসার