শাকিবপুত্রকে নিয়ে কী লিখেছে ভারতীয় গণমাধ্যম?

বিবিধ বিনোদন April 2, 20181,367
শাকিবপুত্রকে নিয়ে কী লিখেছে ভারতীয় গণমাধ্যম?

ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয় শুরু থেকেই দেশীয় গণমাধ্যমে আলোচনায়। সম্প্রতি ভারতীয় শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় খবরে এসেছে শাকিবপুত্র। 'মিট দ্য আদার আব্রাম খান' শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে শাহরুখ খান ও গৌরী'র পুত্র আব্রাম খানের সঙ্গে তার তুলনা করা হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে আমাদের সকলের নজর কেড়েছেন শাহরুখ খানের পুত্র আব্রাম খান। এখন আরেক আব্রাম খান আমাদের নজর কেড়েছেন। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের পুত্র জয়।


প্রতিবেদনে আরও বলা হয়, এসকে মুভিজের সিনেমা 'ভাইজান এলো'রে টিমের সঙ্গে সম্প্রতি কলকাতায় দেখা গেছে তাকে। ছোট্ট আব্রাম তার মায়ের সঙ্গে শিলিগুড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বাবা শাকিব খানের সিনেমার ফটোশুটে দেখা মেলে তার।