সাধারন জ্ঞানের আসর - ১৬৪তম পর্ব

সাধারণ জ্ঞান April 2, 2018 1,383
সাধারন জ্ঞানের আসর - ১৬৪তম পর্ব

১।পূর্ণাঙ্গ ব্যাক্তির ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা =৬লিটার।


২।ইলেকট্রিক শক দেয় যে মাছ =ইল মাছ।


৩।যে মাছ উড়তে পারে =উডুক্কু মাছ।


৩।বিশ্বের দ্রুততম সাপ =আফ্রিকার কালো মাম্বা।


৪।বিশ্বের সবচেয়ে লম্বা সাপ =অ্যানাকোন্ডা(দক্ষিণ আমেরিকা)


৫।সবচেয়ে বিষাক্ত সাপ =কিং কোবরা।


৬।পৃথিবীর সবচেয়ে বিষাক্ততম প্রাণী =বক্স জেলিফিশ।


৭।বুকে ভরে করে হাঁটা প্রাণীদের মধ্যে বৃহত্তম প্রাণী =কুমির।


৮।যে প্রাণী কখনো পানি পান করে না = ক্যাঙ্গারু রেট।


৯।যে প্রাণীর চোখ সবচেয়ে বড় =স্কুইড।


১০।যে প্রাণীর চোখ হাঁটুতে =ফড়িংয়ের।