

ঢালিউড কিং শাকিব খান। গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থবোধ করলে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এখন তিনি সুস্থ আছেন। গতকাল শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই অভিনেতা। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমায় নিয়মিত কাজ করছেন শাকিব খান। তার অভিনীত পরবর্তী সিনেমা ‘চালবাজ’।
জয়দ্বীপ পরিচালিত এ সিনেমায় কলকাতার শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে দ্বিতীয়বার জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। পয়লা বৈশাখে সিনেমাটি কলকাতায় মুক্তি পাবে। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন শাকিব। ‘চালবাজ’ সিনেমার বিভিন্ন বিষয়সহ ব্যক্তিগত বিষয় নিয়েই কথা বলেছেন এই চিত্রনায়ক।
এ সময় ‘চালবাজ’ সিনেমাটি নিয়ে আশা ব্যক্ত করে শাকিব খান বলেন, ‘এ সিনেমাটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত! ভেবেছিলাম, চালবাজ সিনেমাটি ২০১৮ সালে আমার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হবে। কিন্তু সেটা হলো কই! ইনশাল্লাহ্, এটি একটি ব্যবসাসফল সিনেমা হবে।’
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমে নানা আলোচনা হয়, এতে আপনার খারাপ লাগে কিনা? এমন প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘এটা জীবনেরই অংশ। মানুষ আমাদের ভালোবাসেন। আর এ কারণেই আমাদের সম্পর্কে তাদের এত আগ্রহ। ভালোবাসা থেকেই ব্যাপারটি ঘটে। এতে খারাপ লাগে না তা নয়। কিন্তু ঠিক আছে।’
মানুষের অতিরিক্ত আগ্রহ তো কারো কারো বিরক্তি বা যন্ত্রণার কারণও হতে পারে? পাল্টা এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘যন্ত্রণা তো হয়ই! ভালোর চেয়ে আমার সম্পর্কে খারাপ খবর আরো বেশি ছড়াবে, এটা আমি মন থেকে মেনে নিয়েছি। তারকা হলে একটা কালো ছায়া পিছু ধাওয়া করবেই। এটাই নিয়ম!
এই কালো ছায়ার কাজ হলো তারকাদের বেইজ্জত করা। আমি এগুলো গায়ে মাখি না। কারণ জীবনে সবচেয়ে খারাপ পরিস্থিতি আমি দেখে ফেলেছি। তাই নতুন করে আর কিছু দেখার নেই! জীবনে খারাপ মুহূর্ত আসারও সুবিধা আছে। এগুলো মানুষকে পরিণত করে তোলে। জীবনে প্রতিটি খারাপ মুহূর্ত আমাদের একটা করে শিক্ষা দিয়ে যায়।’
- রাইজিংবিডি







