

আইপিএল এর উদ্বোধনে জ্যাকুলিন ফার্নান্দেজ, পরিনীতি চোপড়াদের সঙ্গে হাজির হবেন রণবীর সিং এবং বরুণ ধাওয়ান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৫মিনিটের জন্য রণবীর সিং ৫ কোটি টাকা চাইছেন।
মাত্র ১৫ মিনিটের জন্য রণবীরের ৫ কোটি টাকার পারিশ্রমিকের খবর নিয়ে সরগরম হয়ে ওঠে বিনোদন পাতা। কিন্তু, রণবীর সিংয়ের তুলনায় আইপিএল-এ বেশি পারিশ্রমিক নিচ্ছেন বরুণ ধাওয়ান। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
শোনা যাচ্ছে, আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে বরুণ ধাওয়ান ৬ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন। দেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে যেভাবে বরুণ ধাওয়ানের জনপ্রিয়তা বাড়ছে, তার জেরেই ওই বিশাল অঙ্কের পারিশ্রমিক তিনি দাবি করেছেন।
এদিকে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’র পর থেকেই রণবীর সিংয়ের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের পর থেকেই যে রণবীরের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে গেছে, তা কিন্তু বেশ স্পষ্ট।







