

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। একে অন্যের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে চূড়ান্ত প্রস্তুতিও সেরে নিচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল-স্পেন-জার্মানি। মঙ্গলবার (আজ) রাতে মাঠে নামছে নেইমারবিহীন ব্রাজিল আর লিওনেল মেসির আর্জেন্টিনা।
এই দুই দলের বিপক্ষে খেলবে গত দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন-জার্মানি। ব্রাজিলের মুখোমুখি হবে ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানি এবং আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে ২০১০ বিশ্বকাপের শিরোপা জয়ী স্পেন।
ব্রাজিল বনাম জার্মানির ম্যাচ শুরু হবে রাত ১২টা ৪৫ মিনিটে। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন টু তে। ইনজুরির কারণে এই ম্যাচেও মাঠে দেখা যাবে না ব্রাজিল তারকা নেইমারকে।
এদিকে, রাত ১টা ৩০ মিনিটে শুরু হবে আর্জেন্টিনা বনাম স্পেনের ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস। পুরোপুরি ফিট থাকলে আজ রাতে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টাইন তারকা মেসিকে।
এর আগে শুক্রবার রাতে প্রীতি ম্যাচ খেলতে নেমে ইতালির বিপক্ষে মেসি-আগুয়েরো ছাড়াই ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। আর রাশিয়ার বিপক্ষে মাঠে নেমে নেইমারবিহীন ব্রাজিল জিতেছিল ৩-০ গোলের ব্যবধানে। অন্যদিকে গত দুইবারের বিশ্বকাপ শিরোপা জয়ী জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল স্পেন।







