কয়েকজন শরীক মিলে আকিকা দেওয়া যাবে কি?

ইসলামিক শিক্ষা March 26, 2018 2,903
কয়েকজন শরীক মিলে আকিকা দেওয়া যাবে কি?

প্রশ্ন : আকিকা দেওয়ার সময় যদি দুই তিনজন মিলে গরু দিয়ে আকিকা দিতে চায়, সেক্ষেত্রে মাসয়ালাটি কী হবে?


উত্তর : আকিকা হলো একটি বাচ্চার জন্য। বাচ্চার জন্মের সপ্তমদিন আকিকা করা সুন্নত, না পারলে ১৪ দিনের দিন বা ২১ দিনের দিন আকিকা দিতে হবে। এরপর এটি আর সুন্নত থাকে না, মুস্তাহাব হয়ে যায়।


আকিকা হবে একজনের জন্য একটি প্রাণ, এ ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে। আকিকার ক্ষেত্রে ছেলেদের জন্য দুটি এবং মেয়েদের জন্য একটি। কেউ যদি মনে করেন খাসি দিয়ে দেবে না, গরু দিয়ে দেবে, সেটি বৈধ। তবে সেই আকিকাটি হবে একজনের পক্ষ থেকে। একসাথে কয়েকজন মিলে করার কোনো সুযোগ নেই।


একজনের জন্য একটি গরু দেওয়া যেতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইবাদত হবে রাসুলের (সা.) মানহাজ বা পদ্ধতি অনুসারে, যেখানে আকিকার বিধান রাসুল (সা.) দিয়ে গেছেন, সেখানে তো নতুন গবেষণার প্রয়োজন নেই। -সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন