এ সপ্তাহের বিলবোর্ড এবং বলিউড সিনেমার শীর্ষ দশ গানের তালিকা

মিউজিক ক্যাফে March 25, 20182,715
এ সপ্তাহের বিলবোর্ড এবং বলিউড সিনেমার শীর্ষ দশ গানের তালিকা

এ সপ্তাহের বিলবোর্ড এবং বলিউড সিনেমার শীর্ষ দশ গানের তালিকা নিচে দেওয়া হলো:


• বিলবোর্ড (পপ) :


১. হিম অ্যান্ড আই-জি এজি অ্যান্ড হ্যালসে


২. লেট ইউ ডাউন-এনএফ


৩. ফাইনেজ-ব্রুনো মার্স অ্যান্ড কার্ডি বি


৪. পারফেক্ট-এড শিরান


৫. দ্য মিডল-জেড, ম্যারেন মরিস অ্যান্ড গ্রে


৬. মিন্ট টু বি-বেবে রেক্সা অ্যান্ড ফ্লোরিডা জর্জিয়া লাইন


৭. নিউ রুলস-দুয়া লিপা


৮. লাইটস ডাউন লো-ম্যাক্স ফিচারিং ন্যাশ


৯. নেভার বি দ্য সেইম-ক্যামেলিয়া কাবেলো


১০. উলভস-সেলেনা গোমেজ এক্স মার্শমেলো


• বলিউড সিনেমার গান :


১. সানু ইক পাল চেইন-রেইড


২. দিল দিয়া গল্লা-টাইগার জিন্দা হ্যায়


৩. আশিক বানায়া আপনে-হেট স্টোরি ফোর


৪. স্যোয়াগ সে স্বগাত-টাইগার জিন্দা হ্যায়


৫. বোম ডিগি-সোনু কে টিটু কি সুইটি


৬. মুন্ডিয়া-বাঘি টু


৭. নিত খাইর মাঙ্গা-রেইড


৮. ও সাথী-বাঘি টু


৯. আজ সে তেরি-প্যাডম্যান


১০. ছোটে ছোটে পেগ-সোনু কে টিটু কি সুইটি