১০ বছর পর একসঙ্গে সালমান-প্রিয়াঙ্কা

সিনেমা জগৎ March 20, 20182,321
১০ বছর পর একসঙ্গে সালমান-প্রিয়াঙ্কা

২০০৮ সালে মুক্তি পায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘গড তুসি গ্রেট হো’ সিনেমাটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সালমান খান ও প্রিয়াঙ্কা। তারপর দীর্ঘ ১০ বছর কেটে গেলেও আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।


প্রায় এক দশক পর আবারো জুটি বাঁধতে যাচ্ছেন সালমান-প্রিয়াঙ্কা। বলিউডের গুণী নির্মাতা আলী আব্বাস জাফরের পরবর্তী সিনেমা ‘ভারত’-এ অভিনয় করবেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।


বিশ্বস্ত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘২০১৪ সালে আলী আব্বাসের ‘গুণ্ডে’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। তবে প্রথমবারের মতো সালমান, প্রিয়াঙ্কা ও আলী আব্বাস একসঙ্গে কাজ করতে যাচ্ছেন।’’


এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানায় সূত্রটি।


অনেক দিন ধরেই বলিউডে অনুপস্থিত প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডে তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জয় গঙ্গাজল’। ২০১৬ সালে মুক্তি পায় এ সিনেমাটি। গতকাল সোমবার নিউ ইয়র্কে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের তৃতীয় সিরিজের শিডিউল শেষ করে মুম্বাই ফিরেছেন এই অভিনেত্রী।


- রাইজিংবিডি