আনুশকা শর্মা মা হতে চলেছেন!

বিবিধ বিনোদন March 20, 20183,409
আনুশকা শর্মা মা হতে চলেছেন!

দুই ভুবনের দুই তারকার বিয়ে হয়েছে গেল বছরের ডিসেম্বরে। এর মধ্যেই টুইটার ভক্তরা নিশ্চিত, বিরাট কোহলি ও আনুশকা শর্মা বাবা মা হতে চলেছেন। বিরাটকে টুইটারে অভিনন্দন জানানোও হয়ে গিয়েছে এক দফা।


জল্পনার শুরুটা করেন অবশ্য ভারতীয় দলের অধিনায়ক কোহলি। কদিন আগে তিনি টুইট করেন, এখন নানা জিনিস ঘটছে। শিগগিরই নতুন খবর দিতে চলেছি! ব্যস, তারপরেই টুইটারে শুরু হয়ে যায় হই হট্টগোল। সঙ্গে শুভেচ্ছার বন্যা।