বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করে তোপের মুখে অমিতাভ

বিবিধ বিনোদন March 18, 20181,673
বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করে তোপের মুখে অমিতাভ

নিদাহাস ট্রফির ফাইনালে আজ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত 'সেমিফাইনালে' দুর্দান্ত পারফরমেন্স ছিল টাইগারেদর। তামিম ইকবালের অর্ধশতের পর মাহমুদুল্লাহর ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসে ২ উইকেটে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।


আনন্দের জোয়ারে ভাসে কোটে কোটি সমর্থক-ভক্তরা। টাইগারদের প্রশংসার ভাসান সবাই। বাদ যাননি বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনও। টুইটারে বাংলাদেশ দলের প্রশংসা করেন তিনি। ম্যাচ শেষে টুইটে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'দারুণ জয়। বাংলাদেশের খেলোয়াড়রা অসাধারণ খেলেছেন। ম্যাচটায় সব কিছু ছিল। শেষ ওভারে জয় ছিনিয়ে নেয়া সহজ নয়। ফাইনালে ওঠায় বাংলাদেশকে শুভেচ্ছা। সম্মান।'


এরপরই ঘটে বিপত্তি। অমিতাভের এই উদার মনোভাবে ক্ষুদ্ধ হয়েছে ভারতের নেটিজেনদের একাংশ। তারা ম্যাচের শেষের দিকে দুটি নো বল আদায়ের জন্য আম্পায়ারের সাথে সাকিব আল হাসানের বাক-বিতণ্ডার সমালোচনা করে বলেন, ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়রা যে আচরণ করেছে, তার পরও তাদের কীভাবে সমর্থন করলেন আপনি?