৩০০ কোটি রুপি আয়ের মাইলফলকে পা রাখল 'পদ্মাবত'

সিনেমা জগৎ March 17, 20181,447
৩০০ কোটি রুপি আয়ের মাইলফলকে পা রাখল 'পদ্মাবত'

এটা সন্দেহাতীতভাবে বলা যায় 'পদ্মাবত' রণবীর সিংয়ের অন্যতম সেরা ও সফল ছবি হয়ে থাকবে। বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, সঞ্জয়ের এই ছবিটি তার কাজের জন্য বলিউডে স্মরণীয় হয়ে থাকবে।


গতকাল ছিল 'পদ্মাবত' মুক্তির ৫০তম দিন আর এ দিনেই ৩০০ কোটি রুপি আয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে ছবিটি। এটি বলিউডের ইতিহাসের সপ্তম ছবি যেটি ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করল।


রণবীর বলেন, এটা আমার দারুণ পছন্দের একটি ছবি। আমার প্রথম ছবি যা ৩০০ কোটি রুপি আয় করল। 'পদ্মাবত' একটা অদ্ভুত বিষয়, যা প্রকাশযোগ্য নয়। এটা ভীষণ বিতর্কিত ও ঐতিহাসিক ছবি। আমার খুব ভালো লেগেছে এটা ভেবে যে ছবিটি দর্শকরা ভালোবেসে গ্রহণ করেছে।


সূত্র : আইএএনএস, এনডিটিভি