বাংলাদেশের কাছে হেরে এ কী বললেন হাতুরু!

মজার সবকিছু March 17, 2018 2,327
বাংলাদেশের কাছে হেরে এ কী বললেন হাতুরু!

বাংলাদেশের সাবেক কোচ, বর্তমানে শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের কাছে হেরে নিদাহাস ট্রফির ফাইনালে খেলার স্বপ্ন ধুলিস্ম্যাৎ হয়ে গেছে লঙ্কানদের। এ রকম অবস্থায় হাস্যরস বিভাগ হাথুরুসিংহের মুখোমুখি না হয়ে পারেনি। তবে মুখোমুখিটা হাথুরুসিংহের অজান্তেই হয়েছে।


প্রশ্ন : ভালো আছেন, জনাব হাথুরুসিংহে?


হাথুরুসিংহে : ভালো আর থাকতে দিলেন কই।


প্রশ্ন : আশ্চর্য, আমরা আবার কী করলাম।


হাথুরুসিংহে : কী করেন নাই, সেটা বলেন। এভাবে ইজ্জতের ক্যারাব্যারা হয়ে যাবে, ভাবিনি।


প্রশ্ন : আপনি কি নিদাহাস ট্রফিতে টানা দুটি ম্যাচে টাইগারদের কাছে হেরে যাওয়ার বিষয়ে কথা বলছেন?


হাথুরুসিংহে : হ, এখন তো বুঝেও না বুঝার ভান করবেন।


প্রশ্ন : আচ্ছা, গোস্বা করবেন না। আপনি গোস্বা করলে সাক্ষাৎকার সামনে এগোবে না।


হাথুরুসিংহে : রাখেন আপনার সাক্ষাৎকার। আমি আছি ইজ্জত রক্ষার টেনশনে, উনি আইছেন সাক্ষাৎকার নিতে।


প্রশ্ন : বি কুল ম্যান। আচ্ছা, এভাবে টানা দুই ম্যাচেই হেরে যাবেন, ফাইনালে খেলতে পারবেন না, ভেবেছিলেন কখনো?


হাথুরুসিংহে : শ্রীলঙ্কান ক্রিকেটারদের সাথে সিংহকে টেনে আনা হয়। কিন্তু এরা যে এভাবে বিড়ালে পরিণত হবে, কে ভেবেছিল।


প্রশ্ন : নিজের মানে লঙ্কানদের এই পরাজয়ে খুব কি হতাশ?


হাথুরুসিংহে : হতাশা রে হতাশা….বাংলাদেশের সাথে বাঁশের সম্পর্ক আছে জানি। তাই বলে এভাবে বাঁশ খাব, কখনোই ভাবিনি।


প্রশ্ন : আপনি কি মনে করেন, বাংলাদেশের কোচের পদ ত্যাগ করে ভুল করেছেন?


হাথুরুসিংহে : ধুর মিয়া, নিজের ভুল কেউ স্বীকার করতে চায় নাকি।


প্রশ্ন : বুঝলেন, যত যাই হোক, সাবেক কোচ তো, আপনার জন্য মায়াই হচ্ছে আসলে।


হাথুরুসিংহে : টিটকারি মাইরেন না। যাইগা। এমনিতেই খুব খারাপ বোধ করছি।


সূত্র : এনটিভি অনলাইন