‘হাউসফুল ফোর’: অক্ষয়ের নায়িকা কৃতি

সিনেমা জগৎ March 16, 20181,724
‘হাউসফুল ফোর’: অক্ষয়ের নায়িকা কৃতি

খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে সাজিদ খান পরিচালিত ‘হাউসফুল’ ছবির চতুর্থ কিস্তি ‘হাউসফুল ফোর’-এর শ্যুটিং। এতে প্রতিবারের মতো এবারও পাওয়া যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। কিছুদিন আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন নির্মাতা।


তবে, এতোদিন সবার অপেক্ষা ছিলো ‘হাউসফুল ফোর’-এর নায়িকা কে হচ্ছেন, তা জানার। অপেক্ষার পালা শেষ। ছবিটিতে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে ‘দিলওয়ালে’খ্যাত তারকা কৃতি শ্যাননকে। পর্দায় তাকে অক্ষয় কুমারের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে।


এই ছবির মধ্য দিয়ে প্রথমবার অক্ষয়ের সঙ্গে কাজ করবেন কৃতি। সাজিদ নাদিয়াড়ওয়ালা প্রযোজিত ‘হিরোপান্তি’ ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় লাস্যময়ী এই নায়িকার। এরপর ‘দিলওয়ালে’, ‘রাবতা’ ও ‘ওয়েল কাম টু নিউ ইয়র্ক’সহ বেশকিছু ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।


এবারের পর্বে নতুনভাবে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, ববি দেওল ও জন আব্রাহাম।


আগামী জুনে শুরু হবে ‘হাউসফুল ফোর’-এর দৃশ্যধারণ। ২০১৯ সালের দিওয়ালিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ।


২০১০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘হাউসফুল’। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘হাউসফুল টু’। সর্বশেষ ‘হাউসফুল থ্রি’ মুক্তি পায় ২০১৬ সালে।


তথ্যসূত্রঃ অনলাইন