স্টিফেন হকিংয়ের এই ১০টি উক্তি, ফিরিয়ে দেবে আপনার জীবনীশক্তি

স্মরণীয় উক্তি March 16, 2018 3,737
স্টিফেন হকিংয়ের এই ১০টি উক্তি, ফিরিয়ে দেবে আপনার জীবনীশক্তি

স্টিফেন হকিংয়ের এই ১০টি উক্তি, ফিরিয়ে দেবে আপনার জীবনীশক্তি। এবার দেখে নিন, সেই ১০ টি উক্তি কি কি ?


১. কেউ যদি বলে আপনি ভুল করেছেন তাঁকে বলবেন, ভুল করা দরকারি। ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকব না।


২. জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়।


৩. যে সমস্ত মানুষরা ভবিষ্যৎ বিশ্বাস করেন তাঁরাই রাস্তা পার হওয়ার সময় বারবার দু’দিকে তাকান।


৪. আমি এখনো বড় হইনি। আমি এখনো প্রশ্ন করতেই থাকি।


৫. যাঁরা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন, তাঁরা আসলে হেরে গিয়েছেন।


৬. আপনার শারীরিক বাধা কখনো ভাল কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতাপ করবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ।


৭. গত ৪৯ বছর নিয়ে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে। তাই আমি আর মরতে ভয় পাই না। তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে।


৮. মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কাজই জীবনে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপালে করে জীবনে ভালবাসা পাও কখনো তাকে ছুঁড়ে ফেল না।


৯. মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা। তবে কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত।


১০. রাগ মানুষের সব থেকে বড় শত্রু। সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ। –জিনিউজ