আমির খান সম্পর্কে যে তথ্যগুলো আপনার জানা নেই

বিবিধ বিনোদন March 15, 20181,647
আমির খান সম্পর্কে যে তথ্যগুলো আপনার জানা নেই

৩৩ বছর ধরে এখানে আছেন। অনেকের মনে নেই কেতন মেহতা পরিচালিত 'হোলি' ছিল তাঁর প্রথম ছবি। তার পর দীর্থ পথচলা। আজ তিনি বলিউডে একটি প্রতিষ্ঠানের মতো। গতকাল ১৪ মার্চ, ৫৩তে পা দিলেন বলিউডের এই মহাতারকা।


১. মাদাম তুসোর বিখ্যাত মোমের জাদুঘরে তাঁর একটি মূর্তি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, এতে তিনি রাজি হননি। তাঁর যুক্তি ছিল, তাঁকে যাঁরা পছন্দ করেন তাঁরা মোমের মূর্তিতে নয়, ছবিতে তাঁকে দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।


২. তিনিই প্রথম অভিনেতা হিসেবে একটি ব্লগ শুরু করেন। যদিও সর্বসাম্প্রতিক সময়ে ব্লগটি সক্রিয় নয়।


৩. যে সুপারহিট ছবিগুলোর অফার ফিরিয়ে দিয়েছিলেন আমির সেগুলোরে মধ্যে আছে শাহরুখ খানের ডর, স্বদেশ, জোশ, দিলওয়ালে দুলহানাইয়া লে জায়েঙ্গে আর সালমান খানের সাজান এবং হাম আপকে হ্যায় কউন।


৪. ছয়বার 'লগন'-এর স্ক্রিপ্ট ফিরিয়ে দিয়েছিলেন এই তারকা। তবে সপ্তমবার সংশোধনীটি তাঁর এত পছন্দ হয় যে তিনি ছবিটি প্রযোজনা করেন।


৫. অল্প বয়সে তিনি ছিলেন মহারাষ্ট্র রাজ্য টেনিসের চ্যাম্পিয়ন।


৬. শুনলে আশ্চর্য হবেন, মাত্র ১০০ সেকেন্ডের মধ্যে তিনি একটি রুবিক'স কিউব সমাধান করতে পারেন।


৭. তিনি যেকোনো ছবির সমালোচনার ক্ষেত্রে দারুণ সৎ।


৮. তিনি জোর শব্দ পছন্দ করেন না এবং সোজাসাপ্টা মেয়েদের তাঁর খুব পছন্দ।


৯. তিনি সবই খান, যা তার খাওয়া উচিত না, তা-ও।


সূত্র : ডেকন ক্রনিকল