কপিল শর্মার নতুন শো'তে প্রথম চমক অজয় দেবগন

বিবিধ বিনোদন March 11, 20181,482
কপিল শর্মার নতুন শো'তে প্রথম চমক অজয় দেবগন

ভারতশ্রেষ্ঠ কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা টেলিভিশনে ফিরছেন তাঁর নতুন শো নিয়ে। এ কথা বেশ ক'দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে আপনি নিশ্চয়ই এটা জানেন না, কে আসছেন তাঁর শো'র প্রথম সেলিব্রিটি অতিথি হয়ে।


যদি আপনি না জেনে থাকেন তবে জেনে নিন. সেই ব্যক্তি আর কেউ নন, অজয় দেবগন। অজয় আসছেন কপিলের নতুন শো'র প্রথম সেলিব্রিটি গেস্ট হিসেবে। আর এটি নিয়ে দারুণ একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে প্রযোজনা সংস্থা সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন।


শো'টির নাম দেওয়া হয়েছে 'ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা'। দারুণ মজাদার প্রোমোটি সবার ভালো লাগবে। আগামী ২৫ মার্চ থেকে শো'টি দেখতে পাবেন দর্শকরা।


সূত্র : ডিএনএ, এনডিটিভি