

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের চেয়ে হলিউড প্রজেক্ট নিয়েই এখন বেশি ব্যস্ত তিনি। কোয়ান্টিকো টিভি সিরিজের পর পশ্চিমা দর্শকদের কাছেও এখন পরিচিত মুখ। বর্তমানে রোমান্টিক কমেডি ঘরানার ‘ইজনট ইট রোমান্টিক’ নামের আমেরিকান একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
এদিকে বলিউডে প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা নিয়ে নানা গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, ‘স্যালুট’ নামে একটি সিনেমায় আমির খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। কিন্তু এ খবর সঠিক নয় বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘‘প্রিয়াঙ্কা চোপড়া অনেকগুলো চিত্রনাট্য পড়েছেন। অবশেষে একটি চূড়ান্ত করেছেন। এর আগেই গুঞ্জন উঠেছে, আমির খানের বিপরীতে ‘স্যালুট’ সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা। কিন্তু এরকম কিছুই ঘটেনি। কারণ শাহরুখ খান এর কেন্দ্রীয় চরিত্রে থাকবেন। প্রিয়াঙ্কা যুক্তরাষ্ট্রের কাজ শেষ করেছেন, আগামী সপ্তাহে তিনি মুম্বাই ফিরবেন। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন তিনি।’’
সম্প্রতি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইভে এসেছিলেন। এ সময় তার ভক্তরা প্রশ্ন করেন তার পরবর্তী সিনেমা প্রসঙ্গে। জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘একটি কাজের বিষয়ে প্রায় সব চূড়ান্ত। দেখা যাক কি হয়।’
তথ্যসূত্রঃ অনলাইন







