১১ কোটি নিচ্ছেন জন আব্রাহাম!

সিনেমা জগৎ March 11, 20181,581
১১ কোটি নিচ্ছেন জন আব্রাহাম!

খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে এসপিওনাজ থ্রিলার 'রোমিও আকবর ওয়াল্টার'-এর। আর এর নির্মাতাগোষ্ঠী ঘোষণা করেছে, তাঁরা এই গোয়েন্দা কাহিনিতে চুক্তিবদ্ধ করতে যাচ্ছেন বলিউড ক্রাশ জন আব্রাহামকে।


এর আগে, এই ছবিটি করার কথা ছিল সুশান্ত সিং রাজপুতের। তবে টাইম শিডিউল না মেলায় ছবিটি থেকে বেরিয়ে যেতে বাধ্য হন অভিনেতা সুশান্ত।


ইতিমধ্যে গণমাধ্যম জানতে পেরেছে, জন আব্রাহাম নামের ওই বলিষ্ঠ অভিনেতাকে ছবিটির নির্মাতাগোষ্ঠী ১১ কোটি রুপি পারিশ্রমিক দিতে রাজি হয়েছে। যদিও সর্বসাম্প্রতিক সময়ে খুব বড় কোনো হিট নেই অভিনেতার।


একটি সূত্র জানাচ্ছে, ১২ কোটি চেয়েছিলেন জন, তবে নির্মাতারা তাঁকে ১১তে রাজি করান। কথাবার্তা পাকাপাকি। একটি ট্রেড সূত্র বিস্ময় প্রকাশ করে বলছে, এ কী করে সম্ভব!


যে অভিনেতার সর্বসাম্প্রতিক কোনো হিট ছবি নেই। যার শেষ দুটি ছবি ফ্লপ। তার পারিশ্রমিক কিভাবে এত বেশি হয়, বোঝা গেল না। ১১ কোটি- এটা সত্যিই বিস্ময়কর একটি ব্যাপার।


সূত্র : ডিএনএ