নারীকেন্দ্রিক ভিন্ন স্বাদের কিছু বলিউডি ছবি

সিনেমা জগৎ March 10, 20182,234
নারীকেন্দ্রিক ভিন্ন স্বাদের কিছু বলিউডি ছবি

নারীকেন্দ্রিক এ পর্যন্ত অনেক ছবি উপহার দিয়েছে বলিউড। তারই মধ্যে সাম্প্রতিককালের বেশ কয়েকটি ছবিকে সন্দেহাতীতভাবে 'সাহসী' আখ্যা দেওয়া যায়-ই। নারীভাবনা বা নারীমননকে সম্মান করতে বলিউডের এই ছবিগুলো কোনো অংশেই কম নয়। আসুন, একনজরে দেখে নিই বলিউডের সেই সব ছবি যেগুলো নারীকে অন্যভাবে উপস্থাপন করেছে।


ডার্টি পিকচার

২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নাম ভূমিকায় ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান। অনেকেই বলে থাকেন, এই ছবি বলিউডের ৯০-এর দশকের অভিনেত্রী সিল্ক স্মিথার জীবনের ওপর নির্মিত। যদিও তা নিয়ে অনেক বিতর্ক ছিল। তবে এই ছবিতে স্পষ্ট তুলে ধরা হয়, পুরুষতন্ত্রে নারীকে কীভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। আর চলচ্চিত্র জগতে সেই ঘটনা কতটা মর্মান্তিক পর্যায়ে যেতে পারে। সেই বছর এই ছবির জন্য একাধিক পুরস্কারে ভূষিত হন বিদ্যা বালান। ছবিটিও বেশ হিট হয়।


ফায়ার

পরিচালক দীপা মেহতার ছবি 'ফায়ার' নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল ৯০-এর দশকে। মহিলার প্রতি মহিলার আকর্ষণ তথা হোমো সেক্সুয়ালিটি নিয়ে এই ছবি সাহসিকতার পরিচয় দিয়েছে বলিউডের চিন্তাভাবনার। নন্দিতা দাস ও শাবানা আজমি অভিনীত এই ছবিও বলিউডকে সমৃদ্ধ করেছে, নিঃসন্দেহে।


পার্চড

রাধিকা আপ্তে অভিনীত 'পার্চড' ছবিটির চিত্রনাট্য রাজস্থানের কয়েকজন নারীকে ঘিরে তৈরি হয়েছে। ছবিতে তাদের নিত্যজীবনের যে বাস্তবিক সমস্যা তুলে ধরা হয়েছে, তা রীতিমতো ভাবিয়ে তুলতে বাধ্য সভ্যসমাজকে। এই ছবিও সাম্প্রতিক বলিউডের অন্যতম সাহসী ভাবনার ছবি।


ব্যান্ডিট কুইন

১৯৯৪ সালে শেখর কাপুর পরিচালিত ছবি 'ব্যান্ডিট কুইন' ভারতীয় সিনেমার ইতিহাসে এক অন্যধারার ছবি। ডাকাত রানি ফুলনদেবীর জীবনের ওপর নির্মিত এই ছবি বেশ কিছু বিতর্ক ডেকে আনলেও, চলচ্চিত্রের গুণমানের আঙিনায় সাহসিকতার পরিচয় দিয়েছে। ছবিটি একাধিক আন্তর্জাতিক সম্মানও অর্জন করে।


ওয়াটার

২০০৫ সালের অন্যতম বিতর্কিত ছবি 'ওয়াটার'। এই ছবিটিও পরিচালনা করেন দীপা মেহতা। বারানসির আশ্রমে বিধবা মহিলাদের কিছু অস্বস্তিকর পরিস্থিতি তুলে ধরা হয় ছবিতে। লিসা রে অভিনীত এই ছবির চিত্রনাট্য লেখেন অনুরাগ কাশ্যপ।


লিপস্টিক আন্ডার মাই বুরখা

অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত ছবি 'লিপস্টিক আন্ডার মাই বুরখা' মুক্তি পায় ২০১৭ সালে। তবে সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছবির বিভিন্ন অংশ কাটছাঁট করার নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে হয় তুমুল বিতর্ক। তবে সমস্ত বিতর্ক পেরিয়ে সমাজে নারীর বিভিন্ন অবস্থাকে কেন্দ্র করে তৈরি এই ছবি জিতে নিয়েছে একাধিক আন্তর্জাতিক সম্মান।


পিঙ্ক

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবি সাম্প্রতিক ভারতীয় সমাজে নারীনিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। অমিতবা বচ্চন, তাপসী পান্নু অভিনীত এই ছবি ২০১৬ সালের অন্যতম ব্লকবাস্টার।


বেগম জান

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বলিউড ফিল্ম 'বেগম জান'। ছবিতে দেশভাগের এক অনন্য ছবি তুলে ধরা হয়েছে। যে প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে আপামর নারীদের এপর চলা কয়েকটি নির্যাতনের ছবি। বিদ্যা বালান অভিনীত এই ছবিতে কিছু সাহসী সংলাপও ব্যবহার করেছেন সৃজিত।


অনার কলি অফ আরাহ

অভিনেত্রী স্বরা ভাস্কর অভিনীত এই ছবি ছোট শহরে এক যৌনকর্মীর দুর্দশার ছবি তুলে ধরেছে। বক্স অফিসে এই ছবিটি সেভাবে সাড়া না পেলেও, এর কাহিনি নিঃসন্দেহে ভাবিয়ে তোলার মতো।


সিক্রেট সুপারস্টার

এক ছোট্ট মেয়ের গায়িকা হওয়ার স্বপ্ন ও তার ওপর চাপিয়ে দেওয়া পরিবারিক বাধা- এই গল্প নিয়েই তৈরি হয়েছে 'সিক্রেট সুপারস্টার'। ভারতে সেভাবে বক্স অফিস না মাতালেও, চীনে এই ছবিটি ব্যাপক সাড়া পেয়েছে।


মম

শ্রীদেবী অভিনীত এই ছবিটিও বলিউডের বক্স অফিস মাতাতে পারেনি। তবে ছবির গল্প বেশ সাহসিকতার প্রমাণ দেয়। অন্যধারার এই ছবিতে শ্রীদেবীর অভিনয় বাড়তি পাওনা ছিল দর্শকদের জন্য।


কাহানি

'কাহানি' ছবিটি মূলত এক প্রতিশোধ নেওয়ার গল্পকে অবলম্বন করে তৈরি হওয়া চিত্রনাট্য। তবে ছবিজুড়ে এক নারীর একার লড়াই মূল উপজীব্য হয়ে ওঠে। বিদ্যা বালান অভিনীত এই বলিউড ছবিটি সুজয় ঘোষের অন্যতম সেরা পরিচালনা। ২০১২ সালে ছবিটি বক্স অফিস মাতিয়ে দিয়েছিল এটি।


অস্তিত্ব

নারীর অস্তিত্ব কী? তার সার মর্ম কী? এ রকমের একাধিক প্রশ্ন তুলে তৈরি হয়েছে ছবি 'অস্তিত্ব'। টাবু অভিনীত এই ছবিটি সমাজতন্ত্রে নারী ভাবনার প্রাসঙ্গিকতা তুলে ধরেছে।


মাতৃভূমি

২০০৩ সালে মুক্তি পায় 'মাতৃভূমি' ছবিটি। টিউলিপ জোশী অভিনীত এই ছবিতে ভারতের উত্তর প্রদেশে ক্রমাগত বেড়ে চলা কন্যাসন্তান হত্যা তথা কন্যাভ্রূণ হত্যার পরিণাম তুলে ধরা হয়েছে। অসামান্য এই ছবিটি বলিউডের এক অনন্য সম্পদ।


চাঁদন বার

টাবু অভিনীত ও মধুর ভান্ডারকর পরিচালিত এই ছবি সামাজিক অন্ধকারে ডুবে থাকা নারীদের জীবনচরিত প্রকাশ্যে আনে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয়ের জন্য একাধিক পুরস্কারে সম্মানিত হন টাবু।


সূত্র : বলিউড লাইফ.কম