প্রখর রোদে আনুশকাকে নিয়ে ১০ ঘণ্টা সাইকেল চালালেন বরুণ

সিনেমা জগৎ March 9, 20181,616
প্রখর রোদে আনুশকাকে নিয়ে ১০ ঘণ্টা সাইকেল চালালেন বরুণ

চাঁদি ফাটানো গরম। ভারতের মধ্যপ্রদেশের চন্দেরির অলিগলি ঘুরছে একটা সাইকেল। চালক ঘেমে নেয়ে শেষ। পেছনের সিটে শাড়ি, মাথায় ঘোমটা, কপালে সিঁদুরের টিপ পরে এক সুন্দরী নারী। রোদের তাঁতে চোখ মেলতে পারছেন না। কিন্তু তাঁদের দেখতে গলির মোড়ে মোড়ে ভিড় জমিয়েছেন শয়ে শয়ে সাধারণ মানুষ। চোখে একরাশ কৌতুহল!


তাঁদের আর দোষ কোথায়? তাঁরা অবাক হবেন নাই বা কেন? সাইকেল চালাচ্ছেন বলিউডের ব্লু-আইড বয় বরুণ ধাওয়ান, আরোহি ইন্ডাস্ট্রির হার্টথ্রব আনুশকা শর্মা! চলছে 'যশ রাজ ফিল্মস' ব্যানারে মণীশ শর্মা প্রযোজিত ছবি 'সুই ধাগা- মেড ইন ইন্ডিয়া'-র শুটিং।


একদিনে টানা ১০ ঘণ্টা সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন বরুন। প্রোডকশন টিম-এর এক সদস্য জানান, "ছবির প্রেক্ষাপট চন্দেরির প্রত্যন্ত গ্রাম। এখানকার সিংহভাগ মানুষই সাইকেল চালান। তাই বিশ্বাসযোগ্যতা আনতে বরুণ-আনুশকার লুক, কসটিউম থেকে শুর করে ছবিতে ব্যবহৃত


জনপ্রিয় ক্যামপেইন ' মেড ইন ইন্ডিয়া' থেকে অনুপ্রাণিত হয়ে ছবির প্লট সাজিয়েছেন পরিচালক শরৎ কাটারিয়া। এখানে বরুণকে দেখা যাবে এক দর্জির চরিত্রে। -কালের কন্ঠ