কাজলের সঙ্গে বিয়ে, মজার তথ্য দিলেন অজয়

বিবিধ বিনোদন March 9, 2018979
কাজলের সঙ্গে বিয়ে, মজার তথ্য দিলেন অজয়

বলিউডের শ্রেষ্ঠ দম্পতিদের মধ্যে অন্যতম অজয় দেবগন ও কাজল। দীর্ঘ ১৯ বছর ধরে একসঙ্গে সংসার করছেন জনপ্রিয় এ তারকা জুটি। ১৯৯৫ সালে ‘গুন্ডারাজ’ ছবিতে কাজ করার সময় কাজলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অজয়ের। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷


সেই বিয়ে সম্পর্কেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে মজার তথ্য জানালেন কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগন। মাত্র ৩০ মিনিটে নাকি বিয়ের সকল কাজ শেষ করেছিলেন তারা। অজয়য়ের কথা, ‘আমি আর কাজল মাত্র ৩০ মিনিটের মধ্যেই বিয়ের কাজটা সেরে ফেলেছিলাম। ঘর ছেড়ে ছাদের উপর আমরা বিয়ে করেছিলাম।’


অজয় আরও বলেন, ‘বিয়ের পর কাজল আবার দুই মাসের হানিমুন প্ল্যান করেছিল। সে বার আমরা ওয়ার্ল্ড টুরে বেরিয়েছিলাম। কিন্তু এক মাস পরেই ফেরত চলে আসি! দুইমাস ধরে হানিমুন করা আমাদের পক্ষে একটু বেশিই লম্বা ছুটি হয়ে গিয়েছিল।’


১৯৯১ সালে ‘ফুল অর কাঁটে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে এসেছিলেন অজয়। ২৭ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করছেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অন্যদিকে, কাজলের বলিউড যাত্রা শুরু ১৯৯২ সালে। তবে তার প্রথম বাণিজ্যিক ছবি ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিগর’। অজয় কাজল দম্পতির রয়েছে দুটি সন্তান। একটি ছেলে ও একটি মেয়ে। ১৪ বছরের মেয়ে নাইসা বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন।


এদিকে, স্ত্রী কাজলের হাতে কোনো ছবির কাজ না থাকলেও ‘রেড’ নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছেন অজয়। এই ছবিতে অজয়ের নায়িকা ইলিয়ানা ডি’ক্রজ। পরিচালনার চেয়ারে রয়েছেন ‘নো ওয়ান কিল্‌ড জেসিকা’খ্যাত রাজকুমার গুপ্ত। ‘রেড’ ছবিতে ইনকাম ট্যাক্স সংক্রান্ত এমন অনেক জবাব থাকবে যা সাধারণ মানুষ হয়তো জানেন না। এমনটাই মনে করছেন ছবির নায়ক অজয়।


সূত্রঃ ঢাকা টাইমস