

আসছে আবার সেই পুরনো জুটি। কিং খান শাহরুখ আর পরিচালক ফারহান আখতার। আর আসছে 'ডন'-এর নতুন সিক্যুয়াল। স্ক্রিপ্ট লেখার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, খুব শিগগিরই তা শাহরুখকে শোনানো হবে। তবে, শাহরুখের বিপরীতে কে আছেন, তা এখনো জানা যায়নি।
বলিউডে গুঞ্জন উঠেছিল, 'ডন ৩'-এ প্রিয়াঙ্কা চোপড়ার বদলে আসছেন দীপিকা পাডুকোন। তবে, এ বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ছবিটির প্রযোজক রিতেশ সিধওয়ানি বলেন, এমন কোনো সম্ভাবনা নেই।
ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, শাহরুখ খানের 'ডন ৩'-এর কাজ আগামী বছর শুরু হবে। ছবিটির বেশির ভাগ অংশ দুবাই ও আবুধাবিতে শুটিং হবে। ছবিটিতে শাহরুখের বিপরীতে নতুন কোনো মুখ দেখা যাবে।
সবার অপেক্ষা এখন 'ডন ৩'-এর জন্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'ডন' ও 'ডন ২'-এর প্রযোজক-পরিচালক ফারহান আখতার বলেন, আমি অবাক হই যখন দেখি ডন ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কোনো সীমা নেই।
আমি তাদের আশার মূল্যায়ন করব। তাদের হতাশ হতে দেব না। তাই, প্রিয় দর্শক, অপেক্ষা করুন। 'ডন ৩' আপনাকে হতাশ করবে না।
সূত্র : ডেকন ক্রনিকল







