

রাজ-শুভশ্রীর এনগেজমেন্ট নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে সর্বত্র৷ ঘনিষ্ঠেরাই কেবল উপস্থিত এই অনুষ্ঠানে৷ কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে স্বভাবতই উঠে আসছে বেশ কয়েকটা নাম, যার মধ্যে রয়েছে পায়েল, মিমি, দেব প্রমুখ৷
নিঃসন্দেহে টলি ইন্ডাস্ট্রিতে তারকারা একে অপরের খুব ভালো বন্ধু হন৷ কিন্তু তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়৷ যার উত্তর খুঁজে বেড়ান নিন্দুকেরা৷ কিন্তু সমালোচকদের মুখে ছাই দিয়ে দেব তাঁর দুই ভালো বন্ধু রাজ-শুভশ্রীকে তাঁদের আগামী দীবনের জন্য শুভেচ্ছা জানালেন৷







