

বলিউড সব সময় খোঁজে নতুন জুটি, নতুন কেমিস্ট্রি। নতুনদের আগমনে বরাবরই মুখরিত বলিউড। সেই সাথে প্রতিবছরই আসছে নতুন মুখ। তাঁদের নিয়ে সরগরম থাকছে বলিউড। তাঁদের পারফর্মেন্সে প্রশংসায় ভাসছে বলিউডের অন্দর-বাহির। নতুনদের সাথে পুরনোরা জুটি বাঁধছেন, আবার আনকোনা মুখ জোড়া বাঁধছেন। এভাবেই চলছে ট্রেন্ডসেটিং। এমনই কিছু আপকামিং জুটি ও তাদের করা ছবি নিয়ে এই লেখা।
ইশান খাত্তার-জাহ্নবী কাপুর
সবচেয়ে আকাঙ্ক্ষিত জুটি। একদিকে বলিউড তারকা শহিদ কাপুরের ভাই ইশান খাত্তার, অন্যদিকে একসময়ের বলিউড স্বপ্নকন্যা (সদ্যঃপ্রয়াত) শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। ছবিতে তাঁদের কেমিস্ট্রি জমবে বলে সবাই মনে করছে। দুজনই আশাজাগানিয়া। জাহ্নবীর এটা অভিষেক ছবি হলেও ইশান এর আগে ছবি করেছেন। মারাঠি ব্লকবাস্টার 'সাইরাত' অবলম্বনে তাঁদের ছবি 'ধড়ক' পরিচালনা করছেন করণ জোহর। ছবিটি আগামী ৬ জুলাই মুক্তি পাবে।
বরুণ ধাওয়ান-আনুশকা শর্মা
দুজনই বলিউডে পুরনো, দুঁদে। তবে, এটাই জুটি বেঁধে তাঁদের প্রথম কাজ। প্রথম লুক প্রকাশিত হওয়ার পর বেশ আলোচিত হয় এই দুজনের গ্ল্যামারহীন পারফর্মেন্স। ছবির নাম 'সুই ধাগা'। ছবিতে আনুশকা একজন সাধারণ মফস্বলে বসবাসরত নারীর ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন এমব্রয়ডারি কর্মী। ছবির মূল উপজীব্য 'মেক ইন ইন্ডিয়া'। আপনার ক্যালেন্ডারের ২৮ সেপ্টেম্বর তারিখটি চিহ্নিত করে রাখুন। কারণ, ওই দিনই মুক্তি পেতে যাচ্ছে 'সুই ধাগা'।
আয়ুশ শর্মা-ওয়ারিনা হুসেন
দুজনই বলিউডে নবাগত। একদম ফ্রেশ। সালমান খানের হোম প্রডাকশন 'লাভরাত্রি'তে অভিনয় করছেন দুজন। একজন সম্পর্কে সালমান খানের বোন-জামাই আর অন্য মেয়েটা ছবিতে একবারে নতুন। গতকাল তাদের প্রথম শুটিংয়ের একটি ছবি নিজের সোশাল প্রফাইলে শেয়ার করেন সালমান খান। অক্টোবরেই রুপালি পর্দায় আসছে 'লাভরাত্রি'।
সুশান্ত সিং রাজপুত-সারা আলী খান
এই জুটির 'কেদারনাথ' ছবিটি আলোর মুখ দেখবে কি-না তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। তবে সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী ২১ ডিসেম্বর হলে আসছে। ছবিটি সাইফকন্যা সারা আলী খানের প্রথম ছবি।
ভিকি কৌশল-আলিয়া ভাট
দুজনই সুবিবেচক, নিজেদের কাজের প্রতি যত্নবান। আর এটাই তাঁদের অন্যতম বৈশিষ্ট্য বলে বিবেচিত। ছবির নাম 'রাজি'। ছবিতে আলিয়া একজন কাশ্মিরী নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি বিয়ে করেন একজন পাকিস্তানি কর্মকর্তাকে। এরপর তার কাছ থেকে পাকিস্তান সামরিক বাহিনীর গোপন তথ্য সংগ্রহ করে তা ভারতে পাচার করে। সব কিছু ঠিক থাকলে মে মাসের ১১ তারিখ আসছে 'রাজি'।
রণবীর সিং-আলিয়া ভাট
অনেক দিন ধরে অভিনয় করলেও এই প্রথমবার তাঁরা দুজন এক সাথে আসছেন পর্দায়। জয়া আখতারের 'গুল্লি বয়' ছবিতে দেখা যাবে তাঁদের, এক সাথে। আশা করা হচ্ছে ২০১৯-এর ভ্যালেন্টাইনসে আসবে ছবিটি।
সুশান্ত সিং রাজপুত-জ্যাকুলিন ফার্নান্দেজ
করণ জোহরের ছবি 'ড্রাইভ'-এ এক হচ্ছেন তাঁরা, এই প্রথম। তরুণ মনসুখানি ছবিটির পরিচালক। ছবিটি আসছে আগামী বছরের মার্চের ২ তারিখ।
রণবীর কাপুর-আলিয়া ভাট
সাইন্স ফিকশন ড্রামাতে এই প্রথম এক হচ্ছেন বলিউডের দুই হার্টথ্রব। করণ জোহরের ১০০ কোটির বাজেটের ছবিতে আসছেন এই জুটি। পরিচালনায় অয়ন মুখার্জি। শুটিং শুরু হয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবির, তবে মুক্তির তারিখ জানা যায়নি।
সুশান্ত সিং রাজপুত-ভূমি পেদনকর
ছবির নাম 'সন চিরাইয়া'। এ ছবিতে সুশান্তকে দেখা যাবে ৭০ দশকের চম্বল দস্যুর ভূমিকায়। অভিষেক চৌবের ছবি। ছবির প্রকাশিত প্রথম লুকে সুশান্তর গেট-আপ দারুণ প্রশংসিত হয়। ছবিটিতে নিজের চরিত্রের সাথে মানিয়ে নিতে বেশ পরিশ্রম করছেন ভূমি। -সূত্র : বলিউড লাইফ.কম







