

জ্যাকি শ্রফ ও অনিল কাপুর। বলিউডের দুই হিরো। নব্বইয়ের দশকে দু’জনকেই বহু জনপ্রিয় ছবিতে নায়কের ভূমিকায় দেখা গেছে। এমনিতে তাঁদের সম্পর্ক বেশ ভালো। সেই অনিল কাপুরকে একবার ১৭ বার চড় মেরেছিলেন জ্যাকি শ্রফ। কী এমন ঘটেছিল?
আসলে, ১৭ বার চড় মারার কাণ্ডটি ঘটেছিল শুটিংয়ের সময়। ১৯৮৯ সাল। পরিন্দা ছবির শুটিং করছেন অনিল কাপুর ও জ্যাকি শ্রফ। ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া। সেখানে একটি দৃশ্যে অনিল কাপুরকে চড় মারবেন জ্যাকি। শুটিং শুরু হল।
জ্যাকি শ্রফ চড় মারলেন অনিল কাপুরকে। শটটি অ্যাপ্রুভ করলেন পরিচালক। কিন্তু, পছন্দ হল না অনিলের। নিখুঁত শট পেতে রিটেক করতে বললেন তিনি। এভাবেই ১৭ বার চড় খাওয়ার পর শটটি তাঁর পছন্দ হল।
সম্প্রতি, BFF with Vogue নামে নেহা ধুপিয়া সঞ্চালিত একটি টিভি শো-তে অতিথি হয়ে এসেছিলেন জ্যাকি শ্রফ। সেখানে তাঁকে অনিল কাপুরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলতে বলা হয়েছিল।
তখনই জ্যাকি এই ঘটনার কথা শেয়ার করেন। তিনি মজা করে বলেন, ওকে ১৭টা চড় মেরেছিলাম। কিন্তু, বেশি জোরে মারিনি। নাহলে ও হয়তো উলটে পড়ে যেত।







