

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’। এ ফ্র্যাঞ্চাইজির তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। গত বছরের শেষের দিকে এ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা নির্মাণের ঘোষণা দেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। এটি পরিচালনা করবেন সাজিদ খান। তবে এতে কে কে অভিনয় করবেন সে বিষয়ে তখন চূড়ান্ত কিছু জানানো হয়নি।
এসবই পুরোনো খবর, নতুন খবর হলো এতে অভিনয় করতে যাচ্ছেন সোনাক্ষী সিনহা। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সাজিদ খান ও সোনাক্ষী সিনহা একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। কয়েক দিনের মধ্যে সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠানে যাবেন সোনাক্ষী এবং এ বিষয়ে চূড়ান্ত করবেন।’
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সোনাক্ষী কিংবা সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। তবে খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। ২০১৯ সালের দীপাবলির সপ্তাহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এর আগে ২০১০ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হাউসফুল’। এরপর ২০১২ সালে মুক্তি পায় ‘হাউসফুল টু’। সর্বশেষ ‘হাউসফুল থ্রি’ মুক্তি পায় ২০১৬ সালে।
তৃতীয় কিস্তিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন-অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, নার্গিস ফাখরি এবং লিসা হেইডন। বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল এ সিনেমাটি। -রাইজিংবিডি







