

ছবি আঁকতে ভালোবাসতেন ছোটবেলা থেকেই। এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই কাজেই মগ্ন ছিলেন ভারতের প্রথম নারী সুপারস্টার।
আগেও স্বামী বনি কাপুরের উদ্যোগে তার আঁকা ছবির প্রদর্শনী হয়েছে। এবার হওয়ার কথা ছিল দুবাইয়েই। যে কারণে, বনি কাপুর ছোট মেয়ে খুশিকে নিয়ে দেশে ফিরে এলেও, শ্রীদেবী থেকে গিয়েছিলেন সেখানেই।
দুবাইয়ে শুধুমাত্র প্রদর্শনীই নয়, শ্রীদেবীর আঁকা ছবির নিলামও হওয়ার কথা ছিল। নিলামের অর্থ তিনি দান করবেন কোনও জনকল্যাণমূলক কাজে, এমনটাই ভাবনা ছিল প্রয়াত অভিনেত্রীর।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেবর অনিল কাপুরের বড় কন্যা সোনমের ছবি এঁকেছিলেন শ্রীদেবী। সোনমের প্রথম ছবি 'সাওয়ারিয়াঁ'য় তার লুক যেন এক অন্য মাত্রা পেয়েছে শ্রীদেবীর তুলির ছোঁয়ায়। সেই ছবিটিই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন উমেশ তনওয়ার।
দুবাইয়ে, সোনম কাপুরের জনপ্রিয়তা বিপুল। সেই কারণে, শ্রীদেবী তাকেই বেছে নেন নিজের সাবজেক্ট হিসেবে। পাশাপাশি, মাইকেল জ্যাকসনের ছবিও আঁকেন তিনি। কারণ, প্রয়াত পপ তারকা ছিলেন অভিনেত্রীর অত্যন্ত প্রিয়।
প্রসঙ্গত, সোনম কাপুর ও মাইকেল জ্যাকসনের ছবির বেস প্রাইস ধার্য হয়েছিল যথাক্রমে ১০ লাখ ও ৮ লাখ টাকা!
তথ্যসূত্রঃ অনলাইন







