আট বছর পর জুটি বাঁধছেন অভিষেক-ঐশ্বরিয়া

সিনেমা জগৎ March 1, 20181,309
আট বছর পর জুটি বাঁধছেন অভিষেক-ঐশ্বরিয়া

বলিউডে আসছে নতুন ধামাকা। আবারও জুটি হয়ে পর্দায় আসছেন বচ্চন বাড়ির বাস্তব জুটি অভিষেক ও এশ্বরিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আট বছর পর আবারও রুপলি পর্দায় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।


বলিউড সূত্রে খবর, উত্তরপ্রদেশের এক দম্পতিকে ঘিরে ছবির কাহিনি। কর্মসূত্রে যারা দুজনই পুলিশ অফিসার। ছবিতে ওই পুলিশ-দম্পতির চরিত্রে দেখা যাবে অভিষেক-ঐশ্বরিয়াকে।


ছবিটি বানাচ্ছেন শৈলেশ আর সিং। শোনা যাচ্ছে, ছবিতে সম্মতি দেওয়ার আগে বার কয়েক শৈলেশের সঙ্গে আলোচনায় বসেছেন সস্ত্রীক অভিষেক। ছবির চিত্রনাট্য নিয়ে কিছু জায়গায় আপত্তি রয়েছে ঐশ্বরিয়ার।


পরিচালকের কাছে চিত্রনাট্যে সামান্য পরিবর্তনের আর্জি জানিয়েছেন অ্যাশ। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি। তবে আশা করা যাচ্ছে ছবিটি দর্শকদের মন জয় করবে। -জাগো নিউজ