

সৌন্দর্য ও অভিনয়ের মিশেলে অন্যরকম একটি উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন শ্রিদেবী। তার রুপ ও অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া যাবে না। সেই শ্রিদেবী রবিবার রাতে চির বিদায় নিলেন। কিংবদন্তি এ অভিনেত্রীর বিষয়ই রয়েছে যা অনেকেই জানেন না। তাই এখানে দেয়া হলো।
- ১৯৬৩ সালের ১৩ই অগস্ট জন্মগ্রহণ করেন তিনি৷ তার নাম রাখা হয়েছিলো শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন৷ তার বাবা ছিলেন একজন আইনজীবী এবং শ্রীদেবীর মাতৃভাষা তামিল৷
- লন্ডনে প্রখ্যাত পরিচালক যশ চোপড়ার ‘লমহে’ ছবির শুটিংয়ের সময় তার বাবা মারা যান। শেষকৃত্যের জন্য তিনি বাড়িতে আসেন এবং শুটিং এ ফিরে গিয়ে একটি কমেডি দৃশ্যে অভিনয় করেন।
- মাত্র চার বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন৷ সালটা ছিলো ১৯৬৭৷
- ‘সদমা’, ‘চাঁদনি’ সহ আরও বেশ কিছু ছবিতে তিনি গানও গেয়েছিলেন। - অবাক করার একটি বিষয় হলো ‘চালবাজ’ ছবির ‘না জানে কাঁহা সে আয়ি হ্যায়’ গানটির শুটিংয়ের সময় তার ১০৩ ডিগ্রী জ্বর ছিল৷
- ১৩ বছর বয়সে ‘মুন্দরু মুদিচু’ ছবিতে শ্রীদেবী রজনীকান্তের সৎ মা’র ভূমিকায় অভিনয় করেছিলেন।
- হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
- আব্বাস মাস্তানের সুপারহিট ছবি ‘বাজিগর’ ছবিতে তাকেই প্রধান নায়িকা হিসেবে পছন্দ করা হয়েছিলো।
- মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্রীদেবীর গোপনে বিয়ে হয়েছিলো। সেই সংসার ছিলো তিন বছর। এরপর ১৯৯৬ সালে তিনি প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন। বনি কাপুর অভিনেতা অনিল কাপুরের বড় ভাই।







