ডিএসএলআরের মতো ছবি তুলতে পারে শাওমির যে ফোন

মোবাইল ফোন রিভিউ February 24, 2018 1,774
ডিএসএলআরের মতো ছবি তুলতে পারে শাওমির যে ফোন

অ্যাপলের আইফোনের মত ফেস আনলক ফিচার আসছে শাওমির রেডমি নোট ফাইভে প্রোতে। শাওমির দাবি, আধা সেকেন্ডের মধ্যে মুখাবয়ব চিহ্নিত করতে পারবে এই ফোন। এজন্য বিশেষ প্র‌যুক্তি তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে।


এছাড়া মিইউআই ভার্সন ৯.২.৪ নেইমিয়েক আপডেটে ক্যামেরার বেশ কিছু ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়েছে।


শাওমি জানিয়েছে, এই ফিচার ‌যোগ করতে ওটিএ আপডেট আনতে চলেছে প্রতিষ্ঠানটি। কম দামের রেডমি ৫ প্রোতে বিশেষ এই ফিচার যোগ করলে এর কাটতি ভালো হবে বলে আশাবাদী শাওমি।


শাওমি রেডমি ফাইভ প্রোতে রয়েছে অ্যানড্রয়েড নুগাট ভিত্তিক শাওমির ইউজার ইন্টারফেস। ফোনটিতে রয়েছে ৫.৯৯ ইঞ্চির ফুলড এইডডি ডিসপ্লে।


ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। ৪ ও ৬ জিবি র‍্যামে মিলছে এই ফোন। দু‍'টি ভেরিয়েন্টে ইনবিল্ট মেমরি থাকছে ‌যথাক্রমে ৩২ ও ৬৪ জিবি। সঙ্গে রয়েছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।


ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ১২ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে ডিএসএলআরের মতো ছবি তুলতে পারে ফোনটি।


সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যাম। সঙ্গে রয়েছে ফ্ল্যাস। এই প্রথম ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা-সহ ফোন লঞ্চ করল শাওমি।