

মৃত্যুই অনন্ত পথযাত্রার প্রারম্ভ।– আল হাদিস
আমি মুসলিম ডরি না মরণে।– আল্লামা ইকবাল
অসীমের দরজা খোলার স্বর্ণ চাবি হচ্ছে মৃত্যু।–মিলটন
ভালো লোক কখনোই মরে না।–ক্যালিমাচাস
মৃত্যুটা জন্মানোর মতোই স্বাভাবিক।– বেকন
• বচন:
কুঁড়ে কৃষাণ অমাবস্যা খোঁজে
অর্থ : কাজের ভয়ে ভীত মানুষ অজুহাত পেলেই কাজে ফাঁকি দেয়- এ কথা বোঝাতে বলা হয়।